নারায়ণগঞ্জে মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মানববন্ধন ।
অফিসার ক্লাস-৫ সনদ বন্ধে সমুদ্র পরিবহন অধিদফতরের আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠানটির ছাত্র পরিষদের আহ্বায়ক রাজিব আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন-মাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সুলতানা আক্তার, জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রতিষ্ঠিত হয়।চার বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা সমুদ্র পরিবহন অধিদফতর থেকে সিডিসি সনদপ্রাপ্ত হয়ে বৈদেশিক সমুদ্রগামী জাহাজে সরাসরি চাকরি পাবার সুযোগ পেতো। কিন্তু চলতি বছরের ৩ মার্চ সমুদ্র পরিবহন অধিদফতর এ সনদ প্রদান বন্ধ করে দেয়।এতে করে চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। বর্তমানে প্রায় তিন হাজারেরও বেশি শিক্ষার্থী চাকরি না পেয়ে বেকার হয়ে পড়ে আছে।বক্তারা দ্রুত এ আদেশ বাতিলের দাবি জানান।
IMT Admission Result-2016-17
No comments:
Post a Comment